Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 শিক্ষা মন্ত্রণালয় এর আওতাধীন সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ই.ই.ডি) কর্তৃক  বাস্তবায়িত হয়। তবে এর বাইরে সরকারের নির্দেশনায় বিশেষ প্রকল্প/অন্যান্য ধরনের কার্যক্রমও এই অধিদপ্তর বাস্তবায়ন করে থাকে:-

 

১। শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ ও পুন:নির্মাণসহ বিদ্যামান ভবনের সম্প্রসারণ।

২। পুরাতন ভবন অথবা অন্যান্য প্রতিষ্ঠানের মেরামত ও সংষ্কার কাজ।

৩। সম্পূর্ন নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন।

৪। শিক্ষা প্রতিষ্ঠানের আসবাব ও যন্ত্রপাতি সরবরাহ।

৫। ভবন নির্মাণ, মেরামত ও সংষ্কারসহ আসবাব সরবরাহ কাজের দারপত্র আহবান ও মূল্যয়ন করা।

৬। উন্নয়ন কাজের গুণগত মান রক্ষার্থে তদারকি করণ।

৭। ঠিকাদারদের পাওনা পরিশোধ করণ।

৮। শিক্ষা প্রতিষ্ঠানের জরিপ।

৯। প্রাক্কলন প্রস্তুত করত: অনুমোদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ।